২০ মার্চ, ২০২৩ ১৯:২২

জয়পুরহাটে ভুয়া নার্স আটক

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ভুয়া নার্স আটক

জয়পুরহাটে ভুয়া নার্স আটক

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তুলি আক্তার (২০) নামে এক ভুয়া নার্সকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে আধুনিক জেলা হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক নার্স তুলি আক্তার জয়পুরহাট সদর উপজেলার গোপালপুর গ্রামের রমজান আলীর মেয়ে।

ওসি সিরাজুল ইসলাম জানান, ভুয়া নার্স তুলি আক্তার নার্সের পোশাকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। তিনি ওয়ার্ডে থাকা রোগীদের খোঁজ-খবরও নিচ্ছিলেন। তিনি হাসপাতালের অন্য নার্সদের দাপটও দেখিয়েছিলেন। নতুন যোগদান করেছেন ভেবে কেউ তাকে কিছু বলেননি। একপর্যায়ে তার গতিবিধি দেখে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে।

তিনি আরও জানান, নার্স পরিচয়ে ওই নারী হাসপাতালের নামিদামী ওষুধ, রোগীদের টাকা-পয়সা চুরি করতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বগুড়ার একটি ক্লিনিকের চিকিৎসকের সঙ্গে তার পরিচয় রয়েছে। এ কারণে নিজেকে নার্স পরিচয় দেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর