২০ মার্চ, ২০২৩ ১৯:৫৪

ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে বরিশালের ৪ উপজেলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে বরিশালের ৪ উপজেলা

আগামী ২২ মার্চ বরিশালের ৪ টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। ওইদিন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তরপাড় এলাকায় সংযুক্ত হয়ে এই ঘোষণা দেবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। 

মুজিববর্ষে সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এই তথ্য জানান। 

তিনি আরও জানান, ২২ মার্চ জেলার ১ হাজার ৫০১ টি পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হবে।

এর আগে দুই দফায় জেলায় ৫ হাজার ৯৫০ জন ভূমি ও গৃহহীনের মধ্যে ৩ হাজার ২৪০ জনকে ভূমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর