২০ মার্চ, ২০২৩ ২০:১৫

বগুড়ায় জাল টাকার নোটসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় জাল টাকার নোটসহ আটক ১

বগুড়ার সারিয়াকান্দিতে জাল টাকার নোটসহ এক কারবারিকে আটক করেছে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্র। গ্রেফতার জাল নোট কারবারি ঢাকা জেলার মুগদা থানার মানিকনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আরিফুল ইসলাম জয় (৩০)।

বগুড়ার সারিয়াকান্দি থানার সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দিবাগত রাত ৮টায় চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের মোড়ে বিপ্লবের মুদি ও বিকাশের দোকানে গ্রেফতার আরিফুল বিকাশে ৮হাজার ৫০০ টাকা পাঠানোর পর দোকানিকে জাল ১ হাজার টাকার ৮ টি নোট এবং ৫০০ টাকার ১ টি আসল নোট দেয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগণ অরিফুলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা আরিফুলকে আটক করে রাতেই সারিয়াকান্দি থানায় সোপর্দ করে।

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গ্রেফতার জাল টাকার কারবারির দেহ তল্লাশি করে ১৭ টি ১০০০ টাকার মূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছে। তাকে সোমবার দুপুরে বগুড়া জেলার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর