২৫ মার্চ, ২০২৩ ১৫:৪০

রংপুরে গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে গণহত্যা 
দিবস পালিত

রংপুরে যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেপুটি কমিশনার ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নুরে আলম মিনা, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এএফ আঞ্জুমান কালাম, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, অ্যাড. আনোয়ারুল ইসলাম।

আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি ও গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র প্রর্দশিত হয়। সন্ধ্যায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন এবং রাত ১০টা ৩০ মিনিটে এক মিনিটের জন্য রংপুরে আলো নিভিয়ে ব্লাক আউট কর্মসূচি পালন করা হবে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর