কক্সবাজারের টেকনাফে ইয়াবা মামলায় আহমদ কবির নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড।
মঙ্গলবার এ রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল।
দণ্ডিত আসামি টেকনাফ সদরের ২নং ওয়ার্ডের মিঠাপানির ছড়ার উত্তর লম্বরী এলাকার মো. হোছনের ছেলে। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহামুদুল হক (মাহমুদ) ও অ্যাডভোকেট বাপ্পী শর্মা।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৫ জানুয়ারি আহমদ কবিরের মুরগীর খামার থেকে ১ লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব-৭ এর দায়িত্বরত এসআই মোহাম্মদ শামসুল ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণের (১০)-গ ধারামতে মামলা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন