৩০ মার্চ, ২০২৩ ১৭:১৩

বল্লাল সেনের দিঘীতে মিললো বাসুদেবের মূল্যবান মূর্তি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বল্লাল সেনের দিঘীতে মিললো বাসুদেবের মূল্যবান মূর্তি

ইতিহাস ঐতিহ্যের প্রাচীর জনপদ বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের বল্লাল সেনের দিঘী খননকালে ৪ কেজি ৭৯৮ গ্রাম ওজনের বাসুদেবের মূল্যবান মূর্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দিঘী খননকালে এই মূর্তি পাওয়া যায়। 

স্থানীয়রা জানান, রামপাল ইউনিয়নের বল্লাল সেনের দিঘিতে কয়েকজন মাটি কাটছিলেন। এসময় জামাল হোসেনের কোদালের কোপ মূর্তির উপরে পড়লে আগুন ফুলকি দেখা যায়। পরে মাটি সরিয়ে দেখেন একটি মূর্তির মাথা রয়েছে।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হন। রামপাল ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ কবির হোসেন, রামপাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলি আজগর বেপারী এ সময় ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে জেলা প্রশাসন কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা দেওয়ার জন্য নিয়ে যান। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কালেক্টর তৌহিদুল ইসলাম বারী কাছে হস্তান্তর করেন। 

তৌহিদুল ইসলাম বারী বলেন, এটা কষ্টিপাথরের মূর্তি কিনা যাচাই-বাছাইয়ের জন্য ঢাকায় ল্যাব টেস্টে পাঠানো হবে। তখনই বলা যাবে। মূর্তিটি ওজন ৪ কেজি ৭৯৮ গ্রাম।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর