২ এপ্রিল, ২০২৩ ১৫:৩১

খাগড়াছড়িতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

খাগড়াছড়িতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও ক্যান্সার, প্যারালাইজডসহ বিভিন্ন জটিল রোগীদের চিকিৎসার জন্য প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা সমাজসেবা বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. ছাবের, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর