৪ এপ্রিল, ২০২৩ ১৪:২৪

নোয়াখালীতে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে খাদ্যভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে খাদ্যভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

নোয়াখালীতে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজনে মঙ্গলবার সকালে নোয়াখালী সদর উপজেলা কৃষি অফিসে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো.  নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জহির উল্যাহ ও সদর উপজেলা কৃষি অফিসার মো. মোশরেফুল হাসান প্রমুখ।

কর্মশালায় শিক্ষক, এনজিও প্রতিনিধি, ইমাম, পুরোহিত, সরকারি কর্মচারী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মশালা চলবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

সর্বশেষ খবর