ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর এলাকায় মঙ্গলবার দুপুরে মাইক্রোবাস চাপায় মো: ডালিম মিয়া (৪২) নিহত হয়েছেন। এ সময় তার কন্যা তানিসা (৩) মারাত্মক আহত হয়েছে। নিহত ডালিম মিয়া মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের মৃত মো. ইউসুফের ছেলে। শৈশব থেকে তিনি কাপাসিয়ার সূর্য নারায়ণপুর গ্রামে বসবাস করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মো: ডালিম মিয়া তার স্ত্রী সন্তানদের নিয়ে অটোরিকশা কিনার জন্য কাপাসিয়া উপজেলা সদরের একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণের টাকা উত্তোলন করতে যাচ্ছিলেন। বাড়ি থেকে সূর্য নারায়ণপুর স্কুল গেটে এসে রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এ সময় তার কোলে থাকা তিন বছরের কন্যা তানিশা রাস্তায় ছিটকে পড়ে। আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডালিম মিয়াকে মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষু অবস্থায় তানিশাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
কাপাসিয়া থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।