৫ এপ্রিল, ২০২৩ ১৫:৩৫

রংপুরে বাসদ জেলা কমিটির উদ্যোগে মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বাসদ জেলা কমিটির উদ্যোগে মিছিল-সমাবেশ

রংপুরে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো, নিম্ন আয়ের মানুষের জন্য রেশন প্রদানসহ ৫ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা কমিটির উদ্যোগে বুধবার দুপুরে মিছিল-সমাবেশ ও ডিসির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

রংপুর প্রেসক্লাব থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। জেলা আহবায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, সদস্য সাজু বাসফোর, সুরেশ বাসফোর প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর