১৮ এপ্রিল, ২০২৩ ১২:০৫

টেকনাফে বিজিবির অভিযানে মাদকদ্রব্য আইস উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে বিজিবির অভিযানে মাদকদ্রব্য আইস উদ্ধার

শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ১ কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেস আইস ও ২২০ কেজি সুতার জাল জব্দ করেছে বিজিবি

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ১ কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেস আইস ও ২২০ কেজি সুতার জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীন শাহপরীর দ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর দিকে এবিএম পোস্ট এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও শাহপরীর দ্বীপ বিওপি দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত স্থানে গমন করে। একটি টহলদল বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। অপর একটি টহলদল নাফনদীতে নৌ টহলরত অবস্থায় থাকে। কিছুক্ষণ পর মিয়ানমার হতে ২-৩ জন ব্যক্তি একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে অনুমানিক ৭৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে আসে। এরপর বিজিবি নৌ টহলদল ওই ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত চোরাকারবারিরা নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান। 

পরবর্তীতে বিজিবি নৌ টহলদল চোরাকারবারিদের ফেলে যাওয়া নৌকাটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে এনে তল্লাশি করে। এতে নৌকার মধ্যে রাখা জালের ভেতরে লুকায়িত অবস্থায় পলিব্যাগে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। উদ্ধার পোটলা থেকে ১ কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২২০ কেজি সুতার জাল জব্দ করতে সক্ষম হয়। এছাড়া অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে ওই কাঠের নৌকাটিও জব্দ করা হয়। পরবর্তীতে টহলদল ওই এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে। কিন্তু কোনো চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। ওই স্থানে অন্য কোনো অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারিদের শনাক্ত করাও সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো জানান, উদ্ধার জাল এবং কাঠের নৌকা টেকনাফ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। আর মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে। পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর