৩ মে, ২০২৩ ১৭:০৩

‘উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন’

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

‘উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে
আবারও নৌকা মার্কায় ভোট দিন’

দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে মন্তব্য করে এই সংসদ সদস্য বলেন, উন্নয়নের রোল মডেল দেশ হিসেবে বিশ্বে মর্যাদা পেয়েছে। তাই আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের উন্নতি হবে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। 

 মঙ্গলবার দিনব্যাপী শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। হাবিবর রহমান ওই এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ ফজলে ইমাম টুলু, আবু তালেব আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, শামিম ইফতেখার শামিম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তোজাম্মেল হক, অ্যাডভোকেট রেজাউল করিম মজনু, তাজুল ইসলাম খান তাজু, আব্দুল হামিদ, মজনু মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, পিএস কোরবান আলী মিলন, যুবলীগ নেতা ফেরদৌস জামান মুকুল, আরিফ সরকার, আরিফ মোল্লা প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর