চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঝড়বৃষ্টির সময় বজ্রপাত ঘটলে সদর উপজেলার চরবাগডাঙ্গায় ধান কাটতে মাঠে থাকা ফরিদ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) মৃত্যুবরণ করেন।
অন্যদিকে নদীতে মাছ ধরার সময় সদর উপজেলার শাহাজাহানপুরে মফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর (৩৫) এবং দেবীনগরে মোজাম্মেলের ছেলে ইসারুল (৪২) ঘটনাস্থলে মারা যান।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বজ্রপাতে তিজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        