বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর খোন্তাকাটা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। সাপ্তাহিক ছুটির মধ্যে (শুক্রবার-শনিবার) এই চুরির ঘটনাটি ঘটে। চোরেরা জানালার গ্রিল কেটে অফিস কক্ষে ঢুকে ফ্যান, পানির মটোসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
উত্তর খোন্তাকাটা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো. রফিকুল ইসলাম জানান, রবিবার সকাল ৯টায় বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষে ঢুকেই পেছনের জানালার লোহার গ্রিল কাটা এবং সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। এর পরে খোঁজ নিয়ে দেখেন অফিসের সিলিং ফ্যান, পানির মোটর এবং অফিসের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন মালামাল নেই।
শরণখোলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন