বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু ঘটেছে। শনিবার (১৩ মে) রাত ৮টার পর উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় এ ঘটনা ঘটে।
লামা থানার ওসি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মৃত ব্যক্তির মো. নুরুল আবছার (৪০)। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।
স্থানীয় সূত্রগুলো জানায়, ধান পাকার মৌসুমে বন্য হাতির দল এসে ধান নষ্ট করে থাকে। মো. নুরুল আবছার বাড়ির পাশের নিজ ধানক্ষেত দেখতে গিয়ে বন্য হাতির দলের সামনে পড়ে। এসময় একটি হাতি তাকে পা দিয়ে থেতলে দেয়। এ অবস্থায় তাকে নিকটস্থ মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এর আগে, গত ৭ মে দিবাগত রাত আড়াইটার দিকে একই ইউনিয়নের কুমারি চাক কাটা এলাকায় বন্য হাতির আক্রমণে আকতার হোসেন (৩৮) নামে এক ব্যক্তি মারা যান। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে বন্য হাতির আক্রমণে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ