১৪ মে, ২০২৩ ১৩:৫৬

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার মাইজপাড়া এলাকায় ঢাকা-জামালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় পায়ে হেঁটে রেললাইন পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় তিনি ময়মনসিংহগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের পরনে জিন্স প্যান্ট ও কালো রংয়ের জামা রয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় শনাক্ত করা যায়নি।

এ ব্যাপারে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ হিরো গণমাধ্যমে জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর