১৫ মে, ২০২৩ ১১:৫৭

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

অনলাইন ডেস্ক

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রতীকী ছবি

মাদারীপুরে নছিমন (শ্যালো ইঞ্জিন চালিত থ্রি হুইলার) উল্টে মো. শাহীন (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নছিমন নিয়ে মাদারীপুর শহর থেকে মস্তফাপুর যাচ্ছিলেন চালক শাহীন। খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এলে হঠাৎ তার নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় তিনি নছিমনটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী গণমাধ্যমে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ বর্তমানে সদর হাসপাতাল মর্গে রয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর