শিরোনাম
১৫ মে, ২০২৩ ১৭:২৬

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বালুবাহী ট্রাকে থাকা এক হেলপার নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। 

রবিবার সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার নাইমুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলপার সলঙ্গার নলছিয়া আদর্শগ্রাম গ্রামের ইমান আলীর ছেলে এরশাদ হোসেন (১৯)।

হাটকুমরুল হাইওয়ে থানার টিআই মনিরুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় নাইমুড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে এরশাদ নামে এক হেলপারের মৃত্যু হয়। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর