বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদুজ্জামান নাহিদ হত্যা মামলায় সিয়াম নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত ৮টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার ধামাহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সিয়াম শহরের মালগ্রাম কসাইপাড়া মঞ্জু কসাইয়ের ছেলে। সে নাহিদ হত্যা মামলার ১০ নং আসামি। এর আগে গত ১০ মে মামলার ৯ নং আসামি ইমনকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম সোমবার রাত পৌণে দশটার দিকে এসব তথ্য জানান।
তিনি আরো জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হওয়ার পর র্যাবের একটি টিম আসামিদের আটক করতে তৎপর। গত সোমবার রাতে শিবগঞ্জের ধামাহার এলাকায় অভিযান চালিয়ে মামলার ১০ নম্বর আসামি সিয়ামকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতার হওয়া আসামিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের আটক করতে র্যাবের এই অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএম