বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিথিলা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মিথিলা ধুনট সদর ইউনিয়নের রত্নীপাড়া দক্ষিণপাড়া এলাকার মহব্বত আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা য়ায়, ঝড় বৃষ্টির কারণে বৈদ্যুতিক তার ছিঁড়ে মহব্বত আলীর ঘরের ভেতরে রাখা সাইকেল বিদ্যুতায়িত হয়েছিল। অসাবধানতাবশত মহব্বত আলীর মেয়ে মিথিলা ওই সাইকেলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই