শিরোনাম
- প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পেলেন না যুক্তরাষ্ট্রে থাকা আফগান নারী ফুটবলাররা
- এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ৪০ হাজার ছাড়ালো
- বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা চাল জব্দ, গোডাউন সিলগালা
- ‘তরুণ প্রজন্মকে প্রযুক্তিজ্ঞান দিয়ে দক্ষ মানবসম্পদে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মাদারীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগীর চিকিৎসা
- বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ
- চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে টেক্সটাইল প্রকৌশলীর মরদেহ উদ্ধার
- ফারিয়া তুমি সত্যিই জিতেছো : পিয়া জান্নাতুল
- সরকারি ৪২ বিদ্যালয়ের মতো অন্যগুলোতেও বদলির ব্যবস্থা চালুর দাবি
- যশোরে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক
- রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে ফার্স্ট এইড বক্স দিল ছাত্রদল
- কক্সবাজারে ৩১৭ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- ছাড়পত্র প্রদানে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার
- ইরানের পরমাণু ইস্যুতে যৌথ উদ্যোগ নিচ্ছে চীন-রাশিয়া
- মাথাভাঙ্গা নদী রক্ষার দাবিতে চুয়াডাঙ্গায় শুভসংঘের মানববন্ধন
- সিরিয়ার নাগরিকদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিল করল যুক্তরাষ্ট্র
- মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর
- বিদেশে পাচারের টাকা দিয়ে ১০০ পদ্মা সেতু নির্মাণ করা যেত : মঈন খান
- বিশ্বকে ইসরায়েলের হুমকিতে ভীত হওয়া উচিত নয়: জাতিসংঘ মহাসচিব
- ইসরায়েলের বিরুদ্ধে এক হয়ে লড়তে সৌদি আরবকে হিজবুল্লাহ’র প্রস্তাব
প্রতারক চক্রের ৪ নারী সদস্যসহ গ্রেফতার ১৭
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহী মহানগরীতে মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে অর্থ আদায় চক্রের চার নারীসহ ১৭ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ (আরএমপি)। বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এসময় আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোন, ১১টি ল্যাপটপ, ৫টি সিপিইউ, পেনড্রাইভ ও নগদ টাকা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো মাহিউদ্দিন মাহির (৩১), বিন সাদ মিনহাজ (২৩), ছানা মিয়া (৩৫), লিটন (৪৩), মেহেদী হাসান (২৩), হাসান ইমাম প্রিন্স (৩৩), বেলায়েত হোসেন (২৮), মারুফ আহমেদ (২৭), সাব্বির হোসেন লিয়ন (২৬), শিহাবুল ইসলাম নিশু (২২), ফায়েজুল ইসলাম (২৪), সোহান খান (২১), আবদুল ওয়াদুদ (২৫), ইতি আক্তার (২০), স্মৃতি শাহ সৌমিক (২১), আয়েশা (২১), রুবাইয়া(২০)।
পুলিশ জানায়, গত ২৯ মার্চ দুপুর ২টার দিকে নগরীর আবুল এহসান ফেসবুকে র্যাপিড ক্যাশ নামে একটি অ্যাপসে ৩০ হাজার টাকা ঋণের বিজ্ঞাপন দেখেন। তিনি অ্যাপসটি ডাউনলোড করে তার মোবাইল নম্বর, এনআইডি নম্বর ও লাইভ ছবি দিয়ে রেজিস্ট্রেশন করেন। ওই দিন রাত সাড়ে ১০টায় একটি নগদ মোবাইল ব্যাংকিং নম্বর থেকে তার মোবাইল ব্যাংকিং-এ ৭১৫ টাকা ক্যাশইন হয়। তিনি ওই নম্বরে কল দিলে সেটি বন্ধ পান। রাত ১২টায় র্যাপিড ক্যাশ অ্যাপস চেক করে দেখেন তার নামে ৭১৫ টাকা জমা হয়েছে। শর্তে বলা হয়েছে, ৫৮৫ টাকা সুদ-সহ মোট ১৩০০ টাকা ৩ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে হবে। এহসান তাদের কাস্টমার কেয়ার নম্বরে ফোন দিয়ে বন্ধ পেলে ই-মেইলের মাধ্যমে সে টাকা পরিশোধ করবে মর্মে একটি মেইল পাঠান। তখন প্রতারকরা একটি নম্বর দিয়ে টাকা পরিশোধ করতে বলে। এরপর তিনি ১৩০০ টাকা পরিশোধ করেন।
ওই দিন আবার আবুল এহসানের নগদ অ্যাকাউন্টে আগের মতো টাকা জমা হয় এবং সুদ-সহ পরিশোধ করতে বলে। এরপর প্রতারক চক্ররা মোবাইল ফোনে জানায়, তার মোবাইলের কন্টাক্ট লিস্ট, ছবি, ভিডিও-সহ যাবতীয় তথ্য হ্যাক করেছে। টাকা পরিশোধ না করলে তার নগ্ন ছবি তৈরি করে সব কন্টাক্ট নম্বর-সহ ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
পরবর্তীতে প্রতারকরা বিভিন্ন সময়ে একাধিক মোবাইল নম্বর থেকে কল দিয়ে র্যাপিড ক্যাশের পরিচয় দিয়ে হুমকি প্রদান করে টাকা চাইতে থাকে। তিনি টাকা দিতে অস্বীকার করলে প্রতারকরা তার নগ্ন ছবি তৈরি করে তাকে-সহ তার কন্টাক্ট লিস্টে কয়েকজনের কাছে পাঠায় এবং তার নারী আত্মীয়ের নগ্ন ছবি তৈরি করে ফেসবুকে দিবে বলে হুমকি দেয়।
আবুল এহসান ভয়ে প্রতারকদের দাবি করা টাকা পরিশোধ করেন। কিন্তু প্রতারক চক্ররা তারপরেও বিভিন্ন অজুহাতে তার কাছে টাকা দাবি করতে থাকে। তিনি আবারও তাদের টাকা দেন। এভাবে আসামিরা টাকার জন্য তাকে ব্লাকমেইল করতে থাকে। গত ১৪ মে আবুল এহসানের এমন অভিযোগে পরিপ্রেক্ষিতে নগরীর বোয়ালিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইন-সহ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ১৬ মে বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম এন্টি টেররিজম ইউনিটের অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ৪ নারীসহ ১৭ সদস্যকে গ্রেফতার করে।
এসময় আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোন, ১১টি ল্যাপটপ, ৫টি সিপিইউ, পেনড্রাইভ ও নগদ টাকা উদ্ধার হয়।
বিডি প্রতিদিন/এএম
এই বিভাগের আরও খবর