বগুড়ায় ৫ দফা দাবি বাস্তবায়নে স্মরকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখা।
কেন্দ্রীয় কমিটির অংশ হিসাবে বৃহস্পতিবার বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতির বগুড়া জেলার সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, শিক্ষক ফজলুল করিম, আব্দুল মতিন, জালাল উদ্দিন, খাদেমুল হক, বেলাল হোসেন, মাহবুবুর রহমান, ইউনুছ আলী, তরিকুল ইসলাম, আয়নাল হোসেন, গোলাম রব্বনী, নাছিমা আকতার, আজাহার আলী, জাফরুল ইসলাম, আব্দুল বারী, ফজলে নূর আব্দুল মমেন, জেসমিন সাজ্জাদ, সাম্মি আকতার, আজিজুল হক, আব্দুল গনি, আবু রায়হান, রহমত আলী, সেকেন্দার আলী, আশরাফ আলী, নানু মিয়া প্রমুখ।
স্মারকলিপিতে সহকারী শিক্ষকদের দশম গ্রেড, প্রধান শিক্ষকদের নবম গ্রেড, প্রধান শিক্ষকদের টাইম স্কেল জটিলতা নিরসন, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) তে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের সহকারী ইন্সট্রাক্টর পদে চলতি দায়িত্ব দেওয়ার প্রস্তাব বাতিল, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি, প্রধান শিক্ষক থেকে সহকারী উপজেলা শিক্ষক অফিসার এবং ইউআরসি সহকারী ইন্সট্রাক্টর পদে শতভাগ পদোন্নতি, নবম প্রে-স্কেল ঘোষণার পূর্বেই ৫০ ভাগ মহার্ঘ ভাতা প্রদানসহ আগামী নবম প্রে-স্কেলে জাতির জনক বঙ্গবন্ধুর পূর্ব ঘোষিত ১০ টি গ্রেডে বেতন নির্ধারণের দাবিনামা উল্লেখ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন