বরগুনার বেতাগীতে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে বেতাগী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সাথে সিআইপিআরবি‘র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বেতাগী পৌরসভার আয়োজনে ও সিআইপিআরবি'র সহায়তায় ‘পৌরসভা ইনজুরি প্রিভেনশান কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে ও সিআইপিআরবি‘র এরিয়া কো-অর্ডিনেটর রজত জ্যোতি সেনের সচিত্র উপস্থাপনায় এ সময় প্যানেল মেয়রএ বিএম মাসুদুর রহমান, শাহিনুর বেগম, কামাল হোসেন, কাউন্সিলর গোলাম সরোয়ার রিয়াদ খান, নাসির উদ্দিন ফকির, রমেন চন্দ্র দেবনাথ, জিয়াউর রহমান জুয়েল, রোফেজা আক্তার, লুতফর নেছা রীনা, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো: জসীম উদ্দিন, সিআইপিআরবি‘র ফিল্ড টিম ম্যানেজার মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল