স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ময়মনসিংহের গফরগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্যাব পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে গফরগাঁও উপজেলা পরিষদ হল রুমে নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করেন স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল।
ট্যাব বিতরণকালে ফাহমি গোলন্দাজ বাবেল বলেন, আগামীতে যারা দেশকে নেতৃত্ব দেবে তাদের প্রযুক্তি নির্ভর দক্ষ মানুষ হিসেবে তৈরি করতে আজকে এসব ট্যাব বিতরণ করা হলো। কারণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আর এজন্য সবদিক থেকে সহযোগীতা করছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক প্রমুখ।
জানা যায়-গত গণশুমারী ও গৃহ গণনায় ব্যবহৃত ট্যাবগুলো অব্যবহৃত না রেখে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক এবং ২০৪১ লক্ষ মাত্রা অর্জনে দক্ষ নাগরিক গড়ে তোলার প্রত্যয়ে শিক্ষার্থীদের মাঝে সেগুলো বিতরণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দেন। সে মোতাবেক দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম