ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে 'শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের' উদ্বোধন করা হয়েছে। আজ বিকালে লালমোহন উপজেলার ধোলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় চাচরা ইউনিয়ন ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করে ধোলীগৌরনগর ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় মোট ছয়টি দল অংশগ্রহণ করবে।
বিডি প্রতিদিন/হিমেল