ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় সাইদুল ইসলাম নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করছেন কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।
গ্রেফতার ওই যুবদল নেতা কচাকাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
ওসি গোলাম মর্তুজা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে মোবাইল ফোন, ব্যঙ্গ করা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি জব্দ করা হয়েছে। ওই নেতাকে আজ আদালতে সোপর্দ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন