নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয়রা। আটক যুবকের নাম মো.আব্দুল হাফেজ (৩৫)। তিনি কক্সবাজারের উখিয়া ক্যাম্পের ১৫নং ক্লাস্টারের আমির হোসেনর ছেলে।
উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ারর্ডের রহমত বাজার এলাকা থেকে শুক্রবার সকালের দিকে তাকে আটক করে পুলিশ।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এক রোহিঙ্গা যুবক কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর হাতিয়ার রহমত বাজারে আসেন। শুক্রবার সকালের দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আজ বিকালে তাকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ