ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাসে অভিযান চালিয়ে ৪৮৯০ পিস ইয়াবাসহ মো. রহমত উল্লাহ (৪৬) নামে এক আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৮। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় উইনার নামের একটি বাসে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া রহমত উল্লাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব মহেশাখালীয়া পাড়া এলাকার মৃত ফকির মোহাম্মদের ছেলে।
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, র্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদারীপুর থেকে ছেড়ে আসা উইনার পরিবহনের একটি বাসে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী মো. রহমত উল্লাহ (৪৬) একটি বিশাল মাদকের চালান নিয়ে ফরিদপুরে আসছে। এর পরিপ্রেক্ষিতে র্যাবের একটি অভিযানিক দল ঢাকা-ফরিদপুর সড়কে কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং মাদক পরিবহনকারীর অবস্থান শনাক্ত করে। পরে উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উল্লিখিত আসামিকে গ্রেফতার করা হয় এবং উক্ত আসামির কাছ থেকে ৪৮৯০ পিস ইয়াবা, ১টি মোবাইল, ২টি সিম এবং মাদক বিক্রিত ৩৪০০ টাকা জব্দ করা হয়।
র্যাব কমান্ডার আরও বলেন, সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ফরিদপুর এলাকায় বিক্রি করে আসছিল। গ্রেফতারের পর তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল