যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার ৩১ হাজার নতুন ভোটারের মাঝে শুভেচ্ছা ও স্মারক উপহার বিতরণ করছেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম।
মঙ্গলবার চৌগাছা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নতুন ভোটারদের শুভেচ্ছা প্রদানের মধ্য দিয়ে চৌগাছায় এ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষ্যে ৭ নং ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তফা আশীষ ইসলাম।
প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুল ইসলাম রাজা, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শ্যামলী আক্তার ও ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ।
পরে ৭. ৮ ও ৯ নং ওয়ার্ডের নতুন ভোটারদের মাঝে শুভেচ্ছাপত্র, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, আওয়ামী লীগের লোগো সম্বলিত ক্যাপ ও গেঞ্জি বিতরণ করেন অতিথিরা।
বিডিপ্রতিদিন/কবিরুল