ঝিনাইদহ সদর উপজেলার হুদা গোপালপুর থেকে বাজিতপুর সড়কে প্রায় ৪ কিলোমিটার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নবধারার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনামুল হক।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবধারার ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল ইসলাম রুমান, সদস্য মো. রোকনুজ্জামান রোকন, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ঝেজি, বীর মুক্তিযোদ্ধা ফশিয়ার বিশ্বাসসহ প্রমুখ।
নবধারার ব্যবস্থাপনা পরিচালক রুমান বলেন, সবুজ বনায়নের লক্ষ্যে প্রায় দশ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানোর উদ্যোগ গ্রহণ করেছি।
বিডিপ্রতিদিন/কবিরুল