রংপুরে সাতটি ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে বিএসটিআই। মঙ্গলবার সকালে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, গত ৩ মে রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে বিএসটিআই’র দেখতে পায় গুণগত মান সনদ গ্রহণ না করে ক্লে-ব্রিকস ইট উৎপাদন ও বিক্রি-বিতরণ করছে ইটভাটাগুলো।
যে সব ইটভাটার বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো হলো- পীরগঞ্জের দানিশনগর এলাকার মমিনুর রহমানের মেসার্স ভাই ভাই ব্রিকস, বাসুদেরপুর এলাকার মো. আফতাবুজ্জামান মণ্ডলের মেসার্স ই এস ব্রিকস, খালাসপীর এলাকার আবু রাহেলের মেসার্স এ আর ব্রিকস, হরনাথপুরের মো. রবিউল ইসলামের মেসার্স এম জি এ ব্রিকস, বাগদুয়ার এলাকার গোলাম ফারুক মণ্ডলের মেসার্স এম এফ এম ব্রিকস, কাঞ্চনপুর এলাকার মো. মিজানুর রহমানের মেসার্স এম টি বি ব্রিকস ও একই এলাকার আবু বক্কর সিদ্দিক সাজুর মেসার্স এ বি এস ব্রিকস।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলাগুলো করেন।
রংপুর বিভাগীয় বিএসটিআইয়ের উপ পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল