রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় ধরা পড়া ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ৩২ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার সকাল সকালে পদ্মা নদীতে বাসুদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জেলে বাসুদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন আড়তে নিয়ে আসেন। উন্মুক্ত দামে তিনি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি বিক্রি করেন। দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ক্রয় করেন।
ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মায় পাঙ্গাসের ভালো চাহিদা রয়েছে। বড় পাঙ্গাশের খবর জেনে আমি আড়ত থেকে মাছটি ক্রয় করেছি। পরে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে মাছটি ৩২ হাজার টাকায় ঢাকার ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।
বিডি প্রতিদিন/নাজমুল