ময়মনসিংহের ফুলপুরে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোশাররফ হোসেন ওরফে রিপনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোশাররফ হোসেন উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের চানপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
জানা যায়, জাল টাকাজনিত অপরাধে ২০১৪ সালের জুলাই মাসে ডিএমপির কদমতলি থানায় মামলা হয়। এরপর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তারপর থেকে তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার চানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় এএসআই শহিদুল, কনস্টেবল নজরুল ও চৌকিদার করিম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোশাররফকে গ্রেফতার করে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই