বাগেরহাটে গবাদিপশুর লাম্পি স্কিন রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সম্মত দুগ্ধ উৎপাদনে খামারিদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলার বাবুরহাট বাজারে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা প্রাণি সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৮০ জন খামারি অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাট সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু মোটাতাজাকরণ ও লাম্পি স্কিন রোগ প্রতিরোধসহ আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধ উৎপাদন করতে হবে। এজন্য খামারিদের প্রাণি সম্পদ বিভাগ সব ধরনের সহযোগিতা করছে।
বিডি প্রতিদিন/হিমেল