কিশোরগঞ্জের ভৈরবে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার ও একটি ট্রাক জব্দ করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরবের নাটালের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি বান্ডিলে ২০ কেজি গাঁজা উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সন্তোষপুর (জগদীশপুর) গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইকবাল হোসেন (৩২), ময়মনসিংহ জেলার পাগলা থানার নিগোয়ারী গ্রামের জলিল মিয়ার ছেলে মেহেদী হাসান (৩২) ও গফরগাঁও উপজেলার ফরিদপুর গ্রামের আবুল কালামের ছেলে ওয়াসিম শেখ (২২)।
র্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার তিনজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএ