ভাঙ্গার লালন আনন্দধাম আয়োজন করেছে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, চলবে আজ শনিবার পর্যন্ত। এ উপলক্ষে প্রতিদিন সন্ধ্যা থেকে জাতীয় কবি কাজী নজরুলের জীবন ও কর্মের উপর আলোচনা, কবিতা আবৃত্তি ও নজরুল সংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানের সমন্বয় করেন লালন আনন্দধামের প্রতিষ্ঠাতা লেখক, গবেষক ও সদরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জাহিদ হাসান।
প্রথম দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন, নজরুলের জীবন ও কর্মের উপর আলোচনা করেন কথা সাহিত্যিক মনি হায়দার, লেখক সুমন শিকদার, কাউলিবেড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।
দ্বিতীয় দিনে আলোচনায় অংশগ্রহণ করেন সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস, ভাঙ্গা মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক দিলীপ দাস, বাংলা বিভাগের শিক্ষক অজয় দাস, উদীচী শিল্পী গোষ্ঠীর ভাঙ্গা শাখার সাধারণ সম্পাদক লিয়াকত মোল্লা, সদরপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ঝিলুর রহমান ও উপসহকারী প্রকৌশলী আশিক আহমেদ।
বক্তারা তাদের বক্তব্যে নজরুল চর্চার গুরুত্ব তুলে ধরেন। সমাজের অন্যায়ের বিরুদ্ধে নজরুলের প্রতিবাদী চেতনা সকলকে ধারণ করার আহ্বান জানান। নজরুলের সাম্যবাদী চেতনা সকলের অন্তরে লালন করে সত্যিকার অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে সকলকে অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, লোকসংস্কৃতির ধারক, বাহক ও প্রচারক, এ শ্লোগানকে ধারণ করে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে লালন আনন্দধাম প্রতিষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই