আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদে ও ১০ দফা দাবি বাস্তবায়নে নড়াইলে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নড়াইল সদর উপজেলার নাকশী-মাদ্রাসা এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দলীয় সন্ত্রাসীদের দিয়ে ফ্যাসিষ্ট রাষ্ট্রে পরিণত করেছে। বিনা কারণে বিএনপিসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর দমন নিপীড়ন চালানো হচ্ছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে বিদেশী প্রভুদের কাছে তাবেদারী রাষ্ট্রে পরিণত করেছে। ক্ষমাতসীন সরকারের কাছে আজ মানুষ জিম্মী। দেশের প্রতিটি খুন, গুম, নিপীড়ন ও সন্ত্রাসী কর্মকান্ডে বর্তমান ক্ষমতাসীন সরকার জড়িত। বর্তমান দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি যাবে না।
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির জেলা সহ সভাপতি মোহাম্মদ আছাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো: নজরুল জমাদ্দার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: টিপু সুলতান, নড়াইল পৌর বিএনপির আহ্বায়ক মো: আজিজুর রহমানসহ জেলা-উপজেলার নেতারা।
বিডি প্রতিদিন/হিমেল