বগুড়ায় বাড়ি মেরামত করতে গিয়ে সিলিংয়ে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে এক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের সূত্রাপুর এলাকার পৌর উচ্চ বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ বাড়িটি ঘিরে রাখে।
আহত শ্রমিকের নাম আব্দুল বাছেদ (৩৫)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার আতাইল গ্রামের হাফিজারের ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিক্সা চালক। মাঝে মাঝে নির্মাণ শ্রমিকের কাজও করেন।
জানা যায়, বাড়িটি ওই এলাকার মৃত দুলাল হোসেনের। প্রায় আট বছর আগে তিনি মারা যান। পরে বাড়িটি ক্রয় করে সেলিনা আক্তার মাকে নিয়ে সেখানেই বসবাস করছিলেন। শুক্রবার সকালে শ্রমিক বাছেদ ওই বাড়ি মেরামত করার জন্য আসেন। কাজ করতে গিয়ে টিনের সিলিংয়ে পড়ে থাকা ককটেলে হাত দিলে সাথে সাথে সেটি বিস্ফোরণ হয়। এ সময় তার ডান হাত ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার জানান, পুরাতন বাড়ি মেরামত করতে গিয়ে সিলিং থেকে ককটেল বিস্ফোরণে এক শ্রমিক আহত হয়েছেন। ঘটনার পরপরই বাড়িটি ঘিরে রাখা হয়। তবে কেন, কীভাবে এ ঘটনা ঘটলো, সে বিষয়ে তদন্ত চলছে। আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল