বরিশালে দুই দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলে বিভাগীয় উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমীন-উল আহসান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ছাড়াও বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীন, অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি এবং প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় বরিশাল বিভাগের ৬ জেলার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে এই মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার মেলার শেষ দিন।
বিডি প্রতিদিন/এএম