কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ বছর ধরে আত্মগোপনে থাকা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আবুল হাশেম (৪৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের আন্দারীছড়া এলাকার ওমর আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবুল হাশেমকে (৪৫) গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার এড়াতে তিনি বিগত ৫ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিলেন বলে জানা যায়। তার বিরুদ্ধে পূর্বে টেকনাফ মডেল থানায় মামলা ছিল ( নং -২২, তাং ১৮/০৬/২০১৮)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে জানান, গ্রেফতারকৃত আসামি সংক্রান্ত পূর্বের মামলায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল