বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত বারি চিনা বাদাম-৯ ও বারি তিল-৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্প এই মাঠ দিবসের আয়োজন করে।
মাঠ দিবসে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এম এম কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্য দেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-প্রকল্প পরিচালক ড. হারুন অর রশীদ।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মহসীন হাওলাদার, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আখতারুজ্জামান, জান্নাতুল ফেরদৌস কথাসহ আরও অনেকে।
মাঠ দিবসে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন। এর আগে কৃষক ও কৃষাণীরা গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের প্রদর্শনী প্লটে উৎপাদিত বারি চিনা বাদাম-৯ ও বারি তিল-৪ এর ফিল্ড ভিজিট করেন।
বিডি প্রতিদিন/এমআই