১০ জুন, ২০২৩ ১৭:৩৭

সখীপুরে কাঁঠালে রড ঢুকিয়ে রাসায়নিক স্প্রে করার অভিযোগ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে কাঁঠালে রড ঢুকিয়ে রাসায়নিক স্প্রে করার অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে কাঁঠালের মধ্যে রড ঢুকিয়ে ক্ষতিকর রাসায়নিক স্প্রে করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার মহানন্দপুর বাজারে প্রায় তিনশ’ কাঁঠালের মধ্যে ক্যামিকেল ভর্তি বোতল দিয়ে স্প্রে করে এক শ্রমিক। কাঁঠাল যাতে এক রাতের মধ্যে পেকে যায় তাই এ কাজ করা হচ্ছে বলে জানায় শফিকুল ইসলাম নামের এক শ্রমিক। 

শ্রমিকরা জানায়, এই কাঁঠাল রাতের বেলায় ট্রাক দিয়ে সিলেট ও নোয়াখালী নিয়ে যাওয়া হবে। সখীপুরের তুলনায় ওই এলাকায় কাঁঠালের দাম দ্বিগুণ। শ্রমিকের সাথে কথা বলা দেখে মূল ব্যবসায়ীরা পালিয়ে যায়। এটা কোন ক্যামিকেল বা ফরমালিন নয় দাবি করে শফিকুল ইসলাম নামের ওই শ্রমিক বলেন, রাতের মধ্যেই যাতে সবগুলো কাঁঠাল পেকে যায় তাই কাঁঠালের মধ্যে কয়েকবার চিকন একটি রড ঢুকাই তারপর সামান্য পরিমাণ লবণ পানি স্প্রে করি। এটা কোন ক্ষতিকর ক্যামিকেল বা ফরমালিন নয়।

সখীপুর উপজেলা স্যানেটারি ইন্সেপ্যাক্টর কানিজ ফাতেমা বলেন, কাঁঠাল, কলা বা আম পাকানোর জন্য যা দেওয়া হচ্ছে তা নিশ্চয়ই ক্ষতিকর। নিয়মিত বাজার মনিটরিং করছি তারপরেও এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর