কক্সবাজারের টেকনাফে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সমুদ্র সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল নৌকা ঘাট সংলগ্ন সমুদ্র সৈকতে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, ওই নারী হয়তো রোহিঙ্গা। ট্রলারযোগে হয়তো মালয়েশিয়া বা মিয়ানমারে যাচ্ছিলেন। কোনো দুর্ঘটনার কারণে তাকে সমুদ্রে ফেলে দেয়া হতে পারে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, সকালে সমুদ্র সৈকতে মরদেহ ভেসে আসার খবরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। তবে তার পরিচয় জানা যায়নি। মরদেহটির ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএ টেস্ট সংরক্ষণ করেছি এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল