জয়পুরহাটের আক্কেলপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বিকেলে আক্কেলপুর হাসপাতাল মোড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই অনুদানের চেক বিতরণ করেন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির এপ্লব।
এ সময় ১২ জন দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ৪ লাখ ৮০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা সুলতানা মলি, আক্কেল পৌর সভার মেয়র শহীদুল আলম চৌধুরী, জয়পুরহাট জেলা পরিষদের সদস্য মাজারুল ইসলাম লিটন, সাবেক সদস্য আব্দুর রহিমসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ