মাদারীপুর জেলার শিবচরে গোয়ালঘরে আগুন লেগে কোরবানিতে বিক্রির জন্য লালনপালন করা ২টি গরু ও ১টি ছাগলের মৃত্যু হয়েছে। এসময় গরু রক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন মজিবর হাওলাদার (৬৫) নামের এক কৃষক।
বুধবার (১৪ জুন) রাত ১০ টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ওই ব্যক্তিকে রাতেই ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মজিবর হাওলাদার ওই এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবর হাওলাদার গোয়াল ঘরে তিনটি গরু ও একটি ছাগল বাঁধা ছিল। আসন্ন কোরবানির ঈদের জন্য গরুগুলো বিক্রিরও প্রস্তুতি নিচ্ছেন তিনি। রাতে গোয়াল ঘরে মশা দূর করতে ঘরে কয়েল জ্বালিয়েছিলেন তিনি। রাত দশটার দিকে হঠাৎ করেই গোয়াল ঘরে আগুন দেখতে পান তিনি। এসময় গরু বাঁচাতে ঘরে প্রবেশ করে গরুর বাঁধন খুলে দেয়ার চেষ্টা করেন। একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও নিজের শরীরে আগুণ ধরে গেলে দ্রুত বের হয়ে আসেন। পরে পরিবারের লোকজন তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
অগ্নিদগ্ধ ব্যক্তির ভাই লাভলু হাওলাদার বলেন, কোরবানিতে বিক্রির জন্য দুইটি গরু ছিল। আগুনে মারা গেছে। আমার ভাই গরু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গেছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, রাতেই তাকে শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট হসপিটালে প্রেরণ করা হয়েছে। তার শরীরের ৭৫ ভাগই অগ্নিদগ্ধ ছিল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ