মোট ৭৩ হাজার ৩৬৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে পার্বত্য জেলা বান্দরবানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার ১৫ জুন সকালে বান্দরবান জেলা স্বাস্থ্য বিভাগের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিংকালে সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী সাংবাদিকদের জানান, মোট ৭৩ হাজার ৩৬৫ জন শিশুর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়স পর্যন্ত মোট ১০ হাজার ৩৩৪ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ৬৩ হাজার ৩১ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এবারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে মোট ৮৩১টি কেন্দ্রে স্বাস্থ্য কর্মী, পরিবার পরিকল্পনা সহকারী ও স্বেচ্ছাসেবীসহ মোট ১ হাজার ৩২৪ জন কর্মী অংশ নেবেন।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন