বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব ভংগা সংলগ্ন লতা নদীতে ঝড়ের কবলে পড়ে স্থানীয় রুটের একটি যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ডুবে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার ওসি জুবাইর আহমেদ জানান, এমভি ইনজাম নামে একটি লঞ্চ হিজলার টেক থেকে প্রায় ২০ জন যাত্রী নিয়ে কাজিরহাটের লতা ঘাট হয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। লঞ্চটি লতা নদীর পূর্ব ভংগা এলাকা অতিক্রমকালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে। অবস্থা বেগতিক দেখে সুকানী লঞ্চটি একটি চরে ভেড়ায়, যাত্রীরাও নেমে যায়। তবে ঝড়ের বেগ বেড়ে গেলে এক পর্যায়ে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়। এতে লঞ্চটির একাংশ ডুবে যায়। ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
লঞ্চটি উদ্ধারের পর মেরামত করে গন্তব্যে ফিরিয়ে নেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সুকানী মো. নিজাম। বরিশাল বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (বন্দর ও পরিবহন) আবদুর রাজ্জাক বলেন, ঝড়ে লঞ্চটির পিছনের অংশ ডুবে যায়। তার আগেই যাত্রীরা নিরাপদে নেমে যায়। ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শফিক