বগুড়ার শাজাহানপুরে মডেল মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন থানার ওসি আব্দুল কাদের জিলানী, গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, খরনা ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর শাহীন, সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক, উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুক, ইসলামিক ফাউন্ডেশন শাজাহানপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপার আ.ফ.ম সাইফুজ্জামান, এম সি মাও: রফিকুল ইসলাম, জিসি আল আমিন প্রমুখ। উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন