পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারীর (৪৬) নগ্ন ভিডিও নিয়ে তোলপাড় চলছে। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ নেতার ওই ভিডিও এবং স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। অভিযুক্ত আশুতোষ বেপারী উপজেলার দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়নের কুমারখালী গ্রামের মৃত জগদ্বীশ বেপারীর ছেলে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ওই আওয়ামী লীগ নেতা একটি কক্ষে বস্ত্রহীন অবস্থায় মদ পান করছেন। এ সময় সেখানে থাকা এক উলঙ্গ নারীকে নিজ হাতে মদ খাইয়ে দিচ্ছেন।
নাম প্রকাশনা করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা জানান, পারিবারিক জীবনে অবিবাহিত চেয়ারম্যান আশুতোষ বেপারী ইউনিয়ন পরিষদের উপরের একটি কক্ষ ও নিজ বাড়ির একটি কক্ষে নিয়মিত মদের আসর বসান। সেখানে বিভিন্ন নারীদের নিয়ে কুকীর্তি করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান জানান, এ ঘটনাটি নাজিরপুরে বসে ঘটেনি, ঢাকায় বসে ঘটেছে শুনলাম। নাজিরপুরে ঘটলে কিছু বলতে পারতাম। এ বিষয়ে আমি তেমন কিছু জানি না, আজ শুনলাম।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস জানান, এ বিষয় এখনও কোন অভিযোগ পাইনি, কেউ কিছু জানায়নি। কোন ভিডিও আমি দেখেনি। তবে আজ কোর্টে বসে মানুষের মুখে শুনেছি। তেমন কিছু হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/নাজমুল