গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা হলরুমে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে হুইল চেযার, সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা র্নিবাহী র্কমর্কতা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা র্কমর্কতা মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা প্রকোশলী র্কমর্কতা বিপ্লব পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার ও বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যানসহ প্রশাসনের বিভিন্ন র্কমর্কতরা।
অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে ২৫টি হুইল চেয়ার, সেলাই মেশিন ৫০টি, উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া সামগ্রী ও দুই শতাধিক গাছের চারাসহ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ২৫ জনের মাঝে ৫০ হাজার টাকা চিকিৎসার ভাতা ও বিআরডিবির উপকারভোগী সদস্যদের মাঝে সদস্যের মাঝে ক্ষুদ্র ব্যবসা প্রকল্পে ঋণ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ